রোববার,

২৮ এপ্রিল ২০২৪,

১৫ বৈশাখ ১৪৩১

রোববার,

২৮ এপ্রিল ২০২৪,

১৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৪, ৫ নভেম্বর ২০২৩

Google News
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

শিল্প সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য সাত ব্যক্তিত্ব বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। আগামী ২৫ নভেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় সাহিত্য পুরস্কার আনুষ্ঠানিকভাবে তাদেরকে প্রদান করা হবে।

পুরস্কার পাচ্ছেন যারা

১. কবি নির্মলেন্দু গুণ ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

২. ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন নাট্যজন রামেন্দু মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

৩. ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

৪. ‘মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার-২০১৯’-এ ভূষিত হয়েছেন ডা.এবিএম আবদুল্লাহ। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

৫. ‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন ড. অনুপম সেন। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

৬. ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন কবি ওমর কায়সার। এ পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

৭. বোস-আইনস্টাইন কনডেনসেট : বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান গ্রন্থের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন আবদুল গাফফার। এ পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

সূত্র : বাসস

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের