শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দিতে সিদ্ধান্ত আজ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:১৭, ২৩ আগস্ট ২০২১

Google News
১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দিতে সিদ্ধান্ত আজ

দেশের ১৬ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আজ। সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টায় এ সংক্রান্ত বিষয়ে ‘কমিশন বৈঠকে’ বসছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ৮৪তম বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকের এজেন্ডায় ১ জানুয়ারি ২০০৬ সাল বা তার আগে জন্মগ্রহণকারী বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহকরণের বিষয়টি রয়েছে। আজকের সভায় এ এজেন্ডা অনুমোদন হলে ১৬ বছরের যে কেউ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবে। পাশাপাশি অনলাইনেও নতুন ভোটারের জন্য নিবন্ধিত হওয়া যাবে। এরপর বায়োমেট্রিক শেষ হলেই নাগরিকদের এনআইডি দেওয়া হবে।

তবে আগের মতো তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা নেই কমিশনের। উপজেলা নির্বাচন অফিসে গিয়েই আবেদন করতে হবে। পাশাপাশি অনলাইনে নিবন্ধন করা যাবে। তারপর বায়োমেট্রিক সম্পন্ন হলেই নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সরকারের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি নির্বিঘ্ন রাখার অংশ হিসেবে ইসি নাগরিকদের এনআইডি প্রদানের আওতায় বাড়াতে চায়। এক্ষেত্রে বিদ্যমান ১৮ বছরের স্থলে বয়স ২ বছর কমিয়ে ১৬ বছর বয়সীদের এনআইডি দিতে চায়।

জানা গেছে, নির্বাচন কমিশন ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধন কার্যক্রমের জন্য ২ মাসব্যাপী তথ্য সংগ্রহ করতে চায়। এক্ষেত্রে তারা সম্ভাব্য সময় হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসকে বিবেচনায় রেখেছে।

গত বছর (২০২০ সাল) নভেম্বরে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্প (দ্বিতীয় পর্যায়) অনুমোদন দেয় একনেক। ওই প্রকল্পে ১০ বছর তা তদূর্ধ্ব নাগরিকদের এনআইডি দেওয়ার কথা রয়েছে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের