মঙ্গলবার,

০৭ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

০৭ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

থাইল্যান্ডে শেখ হাসিনা-স্রেথা বৈঠক, সমঝোতা স্মারক সই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৭, ২৬ এপ্রিল ২০২৪

Google News
থাইল্যান্ডে শেখ হাসিনা-স্রেথা বৈঠক, সমঝোতা স্মারক সই

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরাসরি জাহাজ চলাচল, হাসপাতাল ও ওষুধ খাত নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা।

আজ শুক্রবার সকালে শীর্ষ এই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে জ্বালানি, পর্যটনসহ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে হয়েছে আলোচনা।

চলতি বছরই মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ব্যাংককে গভর্নমেন্ট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। এ সময় শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

ছয় দিনের সরকারি সফরে বুধবার থাইল্যান্ডে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের