শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

২.৫ কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ৩০ জুলাই ২০২১

আপডেট: ০১:২৩, ৩০ জুলাই ২০২১

Google News
২.৫ কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক

বাংলাদেশে ভ্যাট নিবন্ধনের পর প্রথমবারেই প্রায় আড়াই কোটি টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, সরকারি কোষাগারে জমা পড়েছে ফেসবুকের এ টাকা। বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছে প্রথম ভ্যাট রিটার্ন পেল ভ্যাট বিভাগ। প্রাইস ওয়াটার হাউস কুপারস বাংলাদেশ ফেসবুকের পক্ষে এ ভ্যাট রিটার্ন জমা দিয়েছে।  

এর আগে গত ১৩ জুন ফেসবুক ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছিল ফেসবুক, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। জানা গেছে, আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

এ পর্যন্ত ৪টি অনাবাসী প্রতিষ্ঠান-ফেসবুক, গুগল, আমাজন ও মাইক্রোসফট ভ্যাটের নিবন্ধন নিয়েছে। বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু কার্যালয় নেই- এমন প্রতিষ্ঠানকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়।
 

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের