শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

নোয়াখালীতে সংঘর্ষ থামছেই না, আবারও ১৪৪ ধারা জারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২১

Google News
নোয়াখালীতে সংঘর্ষ থামছেই না, আবারও ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবারও আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ সোমবার (৬ সেপ্টেম্বর) আবারও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসক।

সোমবার সকাল ১০টায়, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরর সমর্থকরা। পাশাপাশি, টাউন হল ও পৌরসভা চত্বরে একই সময়ে সমাবেশের ডাক দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন ও পৌর মেয়র শহিদ উল্লাহ খান সোহেল।

এ ঘটনায় সকাল থেকে শহরজুড়ে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। যে কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়েও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের