শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ভ্যানগাড়ি থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৭, ২৭ নভেম্বর ২০২২

Google News
ভ্যানগাড়ি থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার

ভারতে পাচারের সময় ১ কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি। শনিবার রাত ১০টার দিকে যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে এই স্বর্ণের বার উদ্ধার হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, যশোর বেনাপোল সড়কের আমড়াখালী কাগজপুকুর যাতায়াতকারী একটি ভ্যান আটকের প্রচেষ্টা চালানো হলে চালক ভ্যান রেখে পালিয়ে যায়।  এ ঘটনায় কেউ আটক হয়নি।

তিনি বলেন, পরবর্তীতে ভ্যানটি তল্লাশি করে ছিটের সম্মুখ সারিতে কাঠের বাতা দিয়ে ঢেকে রাখা গর্তের মধ্যে ৯টি স্বর্ণের পার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা। ভ্যান চালক হিসাবে শার্শা উপজেলার বাগআচড়া সাতমাইল এলাকার মহর আলীর ছেলে মিলন (৩৫) ছিল বলে ধারণা করছেন বিজিবি সদস্যরা।

লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, মিলনকে ধরার জন্য বিশেষ টহল দল অভিযান চালাচ্ছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো শার্শা থানায় হস্তান্তর করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের