শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ভোটার উপস্থিতি কম, কেন্দ্রে ক্রিকেট খেলেছেন পুলিশ!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৩

Google News
ভোটার উপস্থিতি কম, কেন্দ্রে ক্রিকেট খেলেছেন পুলিশ!

ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোটারদের মাঝে উত্তাপ ছিলো না। সকাল থেকে ভোট কেন্দ্রগুলো ভোটারদের উপস্থিতি ছিলো খুবই কম। বুধবার (১ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকেই ১২৮টি ভোট কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ।

উত্তরের শীতের প্রকোপের কারণে দুপুরের আগ পর্যন্ত অলস সময় পার করেছে ভোট কেন্দ্রের সংশ্লিষ্টরা। ভোটাররা কেন্দ্রে উপস্থিতি না থাকায় এ সময় আসনটির রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে শিশু-কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন এক পুলিশ কর্মকর্তা। এ নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। নিমিষেই ভোট কেন্দ্রে পুলিশ কর্মকর্তার ক্রিকেট খেলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শিশু-কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলা পুলিশ কর্মকতা জানান, আমি শিশু ছেলেদের বকা না দিয়ে বা রাগারাগি না করে তাদের সঙ্গে আন্তরিকতার মাধ্যমে খেলা বন্ধ করেছি। এ জন্যে আমাকেও তাদের সঙ্গে বল খেলতে হয়েছে। ছেলেগুলো মজা পেয়েছে। পরে তারাও আন্তরিকতার সঙ্গে আমার বাধা শুনেছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এতে ভোট কেন্দ্রের বা ভোট গ্রহণে কোনো ধরনের ক্ষতি হয়নি বলে আমি মনে করি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের