শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

মারা গেল ভবন থেকে ছুড়ে ফেলা সেই নবজাতক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৩, ২৭ নভেম্বর ২০২১

আপডেট: ১৭:৪৩, ২৭ নভেম্বর ২০২১

Google News
মারা গেল ভবন থেকে ছুড়ে ফেলা সেই নবজাতক

প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারী এলাকার সড়ক থেকে উদ্ধার করা নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।

এর আগে শুক্রবার রাতে হেয়ার স্ট্রিট থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, কোনো একটি ভবন থেকে মেয়ে শিশুটিকে ‘সড়কে ছুড়ে ফেলা হয়েছে’।

এলাকাবাসী জানায়, সড়কের পাশের একটি সাত তলা ভবন থেকে ফেলে দেয়া হয় নবজাতক শিশুটিকে। কান্নার শব্দ শুনতে পেয়ে এগিয়ে যায় তারা। 

সেখানে একটা ১০ তলা ভবন, আর ভবনের সামনের দিকে একতলা একটি টিনশেড রয়েছে। ওপর থেকে ওই টিনশেডের উপরে পড়ে গড়িয়ে শিশুটি রাস্তায় পড়ে বলে ধারণা তাদের। শব্দ শুনে আশপাশের লোকজনও জড়ো হয়। কিন্তু শিশুটির কোনো অভিভাবকের খোঁজ না পেয়ে স্থানীয়দের পরামর্শে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। 

কিন্তু ভর্তি না করায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটিকে পরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হন, সে তখনও বেঁচে আছে। তারপর তাকে নিওনেটাল ওয়ার্ডে ভর্তি করে নেওয়া হয়।

রেডিওটুডে নিউজ/এসজেএন

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের