
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোকে সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে আইনজীবী শিশির মনির লিখেছেন, ১৮ জন বিচারককে অবসরে পাঠানো হয়েছে যুগান্তকারী সাহসী সিদ্ধান্ত। অনেক বড় সংস্কার। সকলের জন্যই শিক্ষা আছে। সাধু সাবধান!
এর আগে, বৃহস্পতিবার শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিকাশ কুমার সাহাসহ ১৮ বিচারককে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫৪ ধারায় তাদের অবসরে পাঠানো হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
রেডিওটুডে নিউজ/আনাম