
চলতি বছরের চতুর্থ ঘূর্ণিঝড় ‘তানাস’ পূর্বাভাস অনুযায়ী, ‘তানাস’ ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী পূর্ণাঙ্গ টাইফুনে রূপ নিতে পারে। এটি দক্ষিণ-পশ্চিম তাইওয়ান ও উত্তর ফুচিয়ান উপকূলের মাঝামাঝি এলাকায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পরিপ্রেক্ষিতে, শনিবার সন্ধ্যা ৬টায় চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র হলুদ সতর্কতা জারি করে।
ঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় চীনের রাষ্ট্রীয় বন্যা ও খরা নিয়ন্ত্রণ দপ্তর ফুচিয়ান ও কুয়াংতোং প্রদেশে টাইফুন ও বন্যা মোকাবিলায় চতুর্থ স্তরের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা চালু করেছে। ইতোমধ্যে একটি ওয়ার্কিং গ্রুপ ফুচিয়ানে পাঠানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম