শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

বেইজিং ফোরামে শান্তি ও উন্নয়নে যৌথ প্রচেষ্টার আহ্বান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৯, ১০ জুলাই ২০২৫

Google News
বেইজিং ফোরামে শান্তি ও উন্নয়নে যৌথ প্রচেষ্টার আহ্বান

সম্প্রতি চীনের বেইজিংয়ে হয়ে গেল ১৩তম ওয়ার্ল্ড পিস ফোরাম। চীন ও বিশ্বের নানা দেশের প্রতিনিধিরা বিশ্বশান্তি বজায় রাখা এবং উন্নয়ন নিশ্চিত করার পথ নিয়ে মতবিনিময় করেন। তারা বলেন, বৈশ্বিকীকরণের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে হবে সম্মিলিতভাবে।

মধ্যাহ্নভোজ বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ চিয়ানছাও বলেন, ‘১৯৪৫ সালে মানুষ যেমন শান্তির স্বপ্ন দেখেছিল, আজও তেমনই একটি কার্যকর বৈশ্বিক নিরাপত্তা কাঠামো গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছি।’

ফোরামের মূল বক্তৃতায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইউকিও হাতোইয়ামা পূর্ব এশীয় সহযোগিতা জোরদার এবং যুক্তরাষ্ট্র থেকে কূটনৈতিক স্বাধীনতা অর্জনের ওপর জোর দেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের