
বেইজিংয়ে আগামী ৩ সেপ্টেম্বরের সামরিক কুচকাওয়াজের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধযুদ্ধ ও বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণে এ কুচকাওয়াজ আয়োজন করা হবে। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২৬ জন বিদেশী নেতা এবারের কুচকাওয়াজে উপস্থিত থাকবেন। এ ছাড়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও কানাডাসহ ১৪টি দেশ থেকে চীনের ৫০ জন বন্ধু অথবা তাঁদের পরিবারের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
৩ সেপ্টেম্বর রাতে বেইজিংয়ে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধযুদ্ধ ও বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যাও আয়োজিত হবে।
ব্রিফিংয়ে জানানো হয়, এবারের সামরিক কুচকাওয়াজ জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধযুদ্ধ ও বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ।
রেডিওটুডে নিউজ/আনাম