রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৬ ভাদ্র ১৪৩২

রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৬ ভাদ্র ১৪৩২

Radio Today News

সৌদি আরবে ২০ হাজারের বেশি অবৈধ বিদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৬, ৩০ আগস্ট ২০২৫

Google News
সৌদি আরবে ২০ হাজারের বেশি অবৈধ বিদেশি গ্রেপ্তার

সৌদি আরবে বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য এক সপ্তাহে ২০ হাজার ৩১৯ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। শনিবার (৩০ আগস্ট) সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১২ হাজার ৮৯১ জনকে, অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য ৩ হাজার ৮৮৮ জনকে এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ৩ হাজার ৫৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারি প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১ হাজার ২৩৮ জনের মধ্যে ৫০ শতাংশ ইয়েমেনি, ৪৯ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ২২ জনকে এবং আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ প্রবেশে সহায়তা করলে, পরিবহন ও আশ্রয় প্রদান করলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানার পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের