রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৬ ভাদ্র ১৪৩২

রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৬ ভাদ্র ১৪৩২

Radio Today News

নতুন সম্পর্ক গড়তে ৭ বছর পর চীনে গেলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০২, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:১৫, ৩০ আগস্ট ২০২৫

Google News
নতুন সম্পর্ক গড়তে ৭ বছর পর চীনে গেলেন মোদি

সাংহাই সহযোগী সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ সাত বছর পর তিনি শনিবার (৩০ আগস্ট) চীন সফলে গেলেন। খবর হিন্দুস্তান টাইমস

এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল রোববার সির সঙ্গে মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে।

২০২০ সালের এপ্রিল-মে মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ভারত ও চীনের সেনারা বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। এটা নিয়ে দুই দেশের সম্পর্ক চরম অবনতি হয়েছিল।

ভারতীয় পণ্যের ওপর সম্প্রতি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র, যা গত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। এ পরিস্থিতিতে মোদির চীন সফর গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকেরা।

মোদি আজ জাপান থেকে চীনের তিয়ানজিন শহরে গেছেন। এই শহরেই এসসিও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত শুক্রবার থেকে দুই দিনের সফরে মোদি জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সঙ্গে এক শীর্ষ বৈঠক করেন। 

এদিকে তিয়ানজিনে অবতরণের পর মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এসসিও শীর্ষ সম্মেলনে আলোচনার জন্য এবং বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষায় আছি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, মোদির এই সফর ‘এসসিওতে আমাদের গঠনমূলক ও সক্রিয় ভূমিকার প্রমাণ।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের