শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

Radio Today News

মানবদেহে জিন-সম্পাদিত শূকরের ফুসফুস প্রতিস্থাপন সফল চীনে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩২, ২৯ আগস্ট ২০২৫

Google News
মানবদেহে জিন-সম্পাদিত শূকরের ফুসফুস প্রতিস্থাপন সফল চীনে

বিশ্বে প্রথমবারের মতো চীনের একদল গবেষক সফলভাবে মানুষের দেহে জিন-সম্পাদিত শূকরের ফুসফুস প্রতিস্থাপন করেছেন। এই যুগান্তকারী সাফল্য বৈশ্বিক অঙ্গ সংকট মোকাবিলায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

কুয়াংচৌ মেডিকেল ইউনিভার্সিটির ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালের অধ্যাপক হ্য চিয়ানশিংয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণা সোমবার নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

অপারেশনে একটি জিন-সম্পাদিত বামা প্রজাতির ক্ষুদ্রাকৃতির শূকরের বাম ফুসফুস ব্রেইন-ডেড এক রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়, যা চিকিৎসা বিজ্ঞানের প্রচলিত একক ফুসফুস প্রতিস্থাপনের আদলে সম্পন্ন হয়।

গবেষক দল জানায়, দাতা-শূকরের জিনে ছয়টি পরিবর্তন আনা হয়েছিল যাতে মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার কারণে অঙ্গ প্রত্যাখ্যানের ঝুঁকি কমে। প্রতিস্থাপনের পর ৯ দিন পর্যন্ত ওই ফুসফুস স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস বজায় রাখতে সক্ষম হয়। এ সময় কোনো তীব্র প্রতিক্রিয়া বা সংক্রমণ দেখা যায়নি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের