বুধবার,

২৭ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

বুধবার,

২৭ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

Radio Today News

৬১ কোটি টাকার আংটিতে টেইলর সুইফটের বাগদান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪১, ২৭ আগস্ট ২০২৫

Google News
৬১ কোটি টাকার আংটিতে টেইলর সুইফটের বাগদান

বাগদানের ঘোষণা দিলেন মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট। মঙ্গলবার যৌথ পোস্টে টেইলর সুইফট এবং ট্র্যাভিস কেলসে এ ঘোষণা দেন। এদিন রোমান্টিক ছবি শেয়ার করে টেইলর সুইফট লেখেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’

বাগদানে ৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৮ ক্যারেটের হীরার আংটি উপহার দিয়ে টেলরকে অবাক করে দিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

দুই বছর ধরে সম্পর্কে ছিলেন সুইফট ও কেলসে। ২০২৩ সালে গায়িকা অ্যারোহেড স্টেডিয়ামে পারফর্ম করার পর তাঁদের প্রেম শুরু হয়। তবে তিনবারের সুপার বোলজয়ী কেলসে ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ট্র্যাভিস কেলসির সঙ্গে টেইলর সুইফটের প্রেমের গুঞ্জন শোনা যায়। পরে সেই বছরের ডিসেম্বর মাসেই প্রেমের কথা স্বীকার করেন সুইফট নিজেই।

প্রসঙ্গত, কয়েকদিন আগে নতুন অ্যালবামের ঘোষণা দেন টেইল সুইফট। এখন তার নতুন অ্যালবামের অপেক্ষায় ভক্তরা। তার ১২তম স্টুডিও অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। আগামী ৩ অক্টোবর অ্যালবামটি মুক্তি পাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের