সোমবার,

১৮ আগস্ট ২০২৫,

৩ ভাদ্র ১৪৩২

সোমবার,

১৮ আগস্ট ২০২৫,

৩ ভাদ্র ১৪৩২

Radio Today News

গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি : তানজিন তিশা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৪, ১৮ আগস্ট ২০২৫

Google News
গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি : তানজিন তিশা

ঈদুল আজহার আগে দেশের বাইরে গিয়েছিলেন। ফেরার পর এখন অবসর যাপন করছেন তানজিন তিশা। প্রায় দেড় মাস ধরে কোনো কাজ করছেন না ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।

অভিনেত্রীর ভাষ্যে, ‘প্রতিটি আর্টিস্টেরই ভালো কাজের জন্য লম্বা ব্রেক দরকার। বিরতি নিলে নতুন কাজের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়।’
এদিকে বলিউড অভিনেতা শারমান যোশীর বিপরীতে ‘ভালোবাসার মওসুম’ নামে একটি সিনেমায় অভিনয়ের খবর প্রকাশিত হয়। শুরু থেকেই সিনেমাটি নিয়ে একেবারে নীরব ছিলেন।

এবারও সিনেমাটি নিয়ে স্পষ্ট কিছু বলতে নারাজ অভিনেত্রী। শুধু বললেন, সিনেমাটিতে আমি অভিনয় করছি এমন অনেক নিউজ হয়েছে। আমিও দেখেছি। নিউজ তো আসলে অনেক হয়।

সেসব নিউজে কতটা সত্যতা থাকে, কতটা থাকে না, তা অডিয়েন্স ভালোই জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই সবার সামনে আসব।

সরাসরি কিছু না বললেও অভিনেত্রী ইঙ্গিতে বলেন, ‘যদি সত্যিই সিনেমাটি করি, তবে এটা খুশির খবর হবে। শারমান যোশীর মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করাটা আমার ক্যারিয়ারের জন্য প্লাস হবে।

এরপর সিনেমা প্রসঙ্গে তানজিন তিশা আরো বলেন, ‘এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। ভালো গল্প পেলে, ক্যারিয়ারে নতুন সংযোজন ঘটলে, আমিও অবশ্যই সিনেমা করব। যেহেতু আমি বাংলাদেশি মেয়ে, বাংলাদেশের চলচ্চিত্রেই কাজ করার আগ্রহ সবসময় বেশি।’

এ সময় তাকে ঘিরে নানা গুঞ্জন নিয়েও কথা বলেন তিনি। জানান, গুঞ্জন নিয়ে পরোয়া করেন না। শুধু বললেন, ‘গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি। দর্শকরা আমাকে পছন্দ করেন আমার কাজের জন্য। তাই কাজ নিয়েই কথা বলতে চাই, কাজ নিয়েই আনন্দিত হই।’

বিরতি কাটিয়ে কবে আবার কাজে ফিরবেন, এ নিয়ে নিশ্চিত কিছু বললেন না। তবে ইঙ্গিত দিলেন, সামনে হয়তো কোনো ‘সারপ্রাইজ’ নিয়েই হাজির হবেন তিনি।

চলতি মাসের শেষে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হতে যাচ্ছে নাটক ‘খোয়াবনামা’। ভিকি জাহেদ পরিচালিত এ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের