মঙ্গলবার,

১৯ আগস্ট ২০২৫,

৩ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

১৯ আগস্ট ২০২৫,

৩ ভাদ্র ১৪৩২

Radio Today News

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়লো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৫, ১৮ আগস্ট ২০২৫

Google News
ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়লো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। মনোনয়নপত্র সংগ্রহের ক্ষেত্রে শিক্ষার্থীদের বিপুল আগ্রহ ও উপস্থিতির কারণে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।

এই পরিস্থিতিতে সকল শিক্ষার্থীর জন্য গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় একদিন করে বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে আগামী ১৯ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এবং জমা দেওয়ার শেষ সময় ২০ আগস্ট বুধবার বিকাল ৫টা।

এই সিদ্ধান্তের বিষয়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের