রোববার,

১৭ আগস্ট ২০২৫,

১ ভাদ্র ১৪৩২

রোববার,

১৭ আগস্ট ২০২৫,

১ ভাদ্র ১৪৩২

Radio Today News

জনগণের যেকোনো আয়োজনে সশস্ত্র বাহিনী সবসময় পাশে থাকবে: সেনাপ্রধান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৫, ১৬ আগস্ট ২০২৫

Google News
জনগণের যেকোনো আয়োজনে সশস্ত্র বাহিনী সবসময় পাশে থাকবে: সেনাপ্রধান

আজ শুভ জন্মাষ্টমী—হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এই দিনটি। রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।

শনিবার (১৬ আগস্ট) বিকেলের আয়োজনে তারা সবাইকে সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাসের আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন, এদেশের জনগণের যেকোনো আয়োজনে সশস্ত্র বাহিনী সবসময় পাশে থাকবে।

জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “এ দেশ সবার। এখানে কোনো জাতি, ধর্ম বা বর্ণের মধ্যে ভেদাভেদ থাকবে না। আমরা সবাই একসঙ্গে, সবসময় আপনাদের পাশে থাকবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশের ঐতিহ্য এবং সেই ঐতিহ্যকে এগিয়ে নিতে সশস্ত্র বাহিনী অঙ্গীকারবদ্ধ।

এর আগে সকালে ঢাকেশ্বরী মন্দিরে গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা। যেখানে সকল জীবের মঙ্গল কামনায় পূজা-অর্চনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শত শত ভক্ত, পুরোহিত ও সাধারণ মানুষ। ভক্তরা জানান, জন্মাষ্টমী মানেই শুধু উৎসব নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠার প্রতীক।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের