রোববার,

১৭ আগস্ট ২০২৫,

২ ভাদ্র ১৪৩২

রোববার,

১৭ আগস্ট ২০২৫,

২ ভাদ্র ১৪৩২

Radio Today News

জাতীয় সংসদ নির্বাচন

বিদেশি পর্যবেক্ষককে দিতে হবে ১৪ ধরনের তথ্য

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৬, ১৬ আগস্ট ২০২৫

Google News
বিদেশি পর্যবেক্ষককে দিতে হবে ১৪ ধরনের তথ্য

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের একটি নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদনে ১৪টি তথ্য দিতে হবে। সম্প্রতি নির্বাচন কমিশনের জারি হওয়া বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালায় এ কথা বলা হয়েছে।

এই নীতিমালায় বিদেশিদের অনুমতি দেওয়ার পুরো ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ব্যবস্থা নেওয়া হতো। নতুন নীতিমালা অনুযায়ী, ইসির সুপারিশের ভিত্তিতে ভিসার ব্যবস্থা করবে মন্ত্রণালয়।

নীতিমালা অনুযায়ী, ইসির নির্ধারিত ফরমে পর্যবেক্ষকের নাম, দেশের নাম, অভিজ্ঞতাসহ ১৪ ধরনের তথ্য দিতে হবে। পর্যবেক্ষণের জন্য ৩০ দিন সময় দিয়ে আবেদন আহ্বান করবে ইসি। এক্ষেত্রে ব্যক্তি বা সংগঠন হিসেবে পর্যবেক্ষক হতে হলে সুশাসন, নির্বাচন, গণতন্ত্র, শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকার নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নির্বাচনের সময় বিদেশি পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে ঢোকার অধিকার থাকবে। তারা সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের আরোপিত যে কোনো বিধিনিষেধ মেনে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে, তারা বেশিক্ষণ ভোটকেন্দ্রের ভেতরে থাকতে পারবেন না।

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকদের অভ্যর্থনা এবং সহায়তার জন্য ভোটগ্রহণের তারিখের ১০ দিন আগে বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সহায়তা ডেস্ক স্থাপন করবে। বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের জন্য কোনো জেলা বা নির্বাচনী এলাকায় যেতে চাইলে তাদের প্রয়োজনীয় নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাবে ইসি সচিবালয়। রিটার্নিং অফিসারদের কাছেও প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং এসপিদের এ বিষয়ে অবহিত করবে।

ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে ইইউ'র প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের আগামী মাসে বাংলাদেশে আসার কথা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের