শনিবার,

১৬ আগস্ট ২০২৫,

১ ভাদ্র ১৪৩২

শনিবার,

১৬ আগস্ট ২০২৫,

১ ভাদ্র ১৪৩২

Radio Today News

দুর্ঘটনার শিকার হয়ে মাছভর্তি পিকআপ পানিতে,উৎসব করে মাছ ধরল এলাকাবাসী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৩, ১৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৫৫, ১৫ আগস্ট ২০২৫

Google News
দুর্ঘটনার শিকার হয়ে মাছভর্তি পিকআপ পানিতে,উৎসব করে মাছ ধরল এলাকাবাসী

ফরিদপুরের নগরকান্দায় দুর্ঘটনার শিকার হয়ে মাছবোঝাই একটি পিকআপ মহাসড়কের পাশে বৃষ্টির পানি ভর্তি খাদে পড়ে যায়। এরপর ওই এলাকার শিশু, নারী, যুবক, বৃদ্ধসহ সর্বস্তরের ব্যক্তিরা উৎসব করে মাছ ধরলেন। আজ শুক্রবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় জানান, পাবদা মাছভর্তি ওই পিকআপটি ফরিদপুরের দিক থেকে ভাঙ্গার দিক যাওয়ার পথে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুর্ঘটনার শিকার হয়ে পাল্টি খেয়ে খাদের পানিতে পরে যায়। ঝুড়ি পানিতে তলিয়ে সব মাছ বের হয়ে যায়। দুই ঘণ্টা পর আজ শুক্রবার সকালে রেকার এনে পিকআপটি খাদের পানি থেকে তোলা হয়। ওই সময় পিকআপের লোকজনের পক্ষে তাৎক্ষণিকভাবে যতটা সম্ভব তলিয়া যাওয়া মাছ উদ্ধার করে পিকআপটি নিয়ে চলে যায়।

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আশেপাশের গ্রামের লোকজন এলাকায় ছুটে আসে। পিকআপটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পর ভোর ৬টা থেকে এলাকাবাসী ওই খাদের পানিতে নেমে পড়ে থাকা মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়- এলাকার শিশু, নারী, যুবক, বৃদ্ধসহ সর্বস্তরের লোকজন খাদের পানিতে নেমে মাছ ধরতে ব্যস্ত রয়েছেন। কে কত মাছ ধরতে পারেন তার যেন একটা অলিখিত প্রতিযোগিতা লেগে গেছে। সৃষ্টি হয়েছে এক উৎসবমূখর পরিবেশ। 

সরেজমিনে দেখা যায়, কেউ খ্যাপলা জাল নিয়ে এসেছেন, কেউবা মাছ ধরছেন গামছা দিয়ে, আবার কেউ কেউ হাত দিয়ে মাছ ধরতে ব্যস্ত। পাশাপাশি মহাসড়কের পাশে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে মাছ ধরার দৃশ্য দেখতে ভিড় করেছেন আশেপাশে বেশ কয়েকটি গ্রামের লোকজন। এক বালতি মাছ ধরে সড়কে উঠে এলেন ওই এলাকার বাসিন্দা ফাতেমা বেগম। তার চোখে মুখে আনন্দের হাসি খেলে যাচ্ছে। তিনি মাছের পাশাপাশি দুর্ঘটনাকবলিত পিকআপের ভেঙে পড়ে থাকা একটি হেডলাইটও খুঁজে পেয়েছেন। সেটিও নিয়ে এসেছেন বালতিতে করে। 

ফাতেমা বেগম জানান, প্রায় ১০ কেজি মাছ তিনি ধরতে পেরেছেন। অবে কিছুটা আফসোসের সুরে বলেন, অন্যরা তার থেকে অনেক বেশি মাছ ধরেছেন।

ওই জায়গায় কথা হয় মাইনুদ্দীন আহমেদ নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি পাশের ভাঙ্গার হামেরদী ইউনিয়নের মহেশ্বর্দী গ্রাম থেকে মাছ ধরার দৃশ্য দেখতে এসেছেন। মাইনুদ্দীন জানান, সকাল থেকে তিনি মাছ ধরা দেখছেন। যা ধরা হচ্ছে সবই পাবদা মাছ। যারা মাছ ধরছেন কেউ খালি হাতে ফিরে যাননি। কেউ কেউ ১৫ কেজি থেকে আধা মণ পর্যন্ত মাছ ধরতে পেরেছেন। তবে এ মাছ ভর্তি পিকআপটি কোথা থেকে এসেছিল এবং কোথায় যাচ্ছিল; কিংবা তাতে কি পরিমাণ মাছ ছিল এবং এ মাছ ব্যবসায়ীর নাম কি তার কিছুই জানা সম্ভব হয়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, শুক্রবার ভোররাতে ঢাকা-বরিশাল মহা সড়কে ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের যদুরদিয়ায় একটি মাছ ভর্তি পিকআপ দুর্ঘটনার শিকার হয়ে সড়কের পাশে খাদে জমে থাকা পানিতে পড়ে যায়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের