শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৩, ১৪ আগস্ট ২০২৫

Google News
তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা শুরু

রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা। বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আয়োজক হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, মেলা চলবে শনিবার (১৬ আগস্ট) পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্য সদস্য উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয় ও হাব একসঙ্গে কাজ করছে। ফলে গত মৌসুমে কোনো হাজি অভিযোগ করেননি। ২০২৬ সালের হজকে সফল করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি মিনায় পানি সংকট, নিম্নমানের বিছানা ও খাবারের মান উন্নয়নে সৌদি কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর আশ্বাস দেন।

হাব মহাসচিব ফরিদ আহমেদ জানান, মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন হজ প্যাকেজ যাচাই করে মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি এজেন্সির সঙ্গে চুক্তি করতে পারবেন। প্যাকেজে মিলবে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়। 

তিনি বলেন, ২০২৬ সালের হজ রোডম্যাপের বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস ও মুয়াল্লিমের মাধ্যমে বাসা ভাড়ার নিয়ম হাজিদের ব্যয় বাড়াতে পারে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

হাব জানায়, বেশির ভাগ হজযাত্রী গ্রামীণ এলাকার হলেও এজেন্সিগুলোর কার্যক্রম ঢাকাকেন্দ্রিক। এ মেলার মাধ্যমে দেশের সব হজ এজেন্সি ও হাজিদের মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের