
ছেংতুতে অনুষ্ঠিত ২০২৫ ওয়ার্ল্ড গেমসে নারীদের কাতা ইভেন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন চীনের হংকংয়ের লাউ মো শিয়ুং গ্রেস। শুক্রবারের এই জয়ে হংকং পেল ছেংতুতে তাদের প্রথম, ওয়ার্ল্ড গেমস ইতিহাসের দ্বিতীয় এবং নারীদের ইভেন্টে প্রথম স্বর্ণ।
৩৩ বছর বয়সী লাউ ৪৫.৩ পয়েন্টের নিখুঁত রুটিনে জাপানের মাহো ওনোকে পরাজিত করেন। স্পেনের পাওলা গার্সিয়া লোজানো পান ব্রোঞ্জ।
রেডিওটুডে নিউজ/আনাম