শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

জামিনে মুক্তি পেলেন আ. লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৪, ১৪ আগস্ট ২০২৫

Google News
জামিনে মুক্তি পেলেন আ. লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। এর আগে তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন পান তিনি।

কেরানীগঞ্জ কারাগারের জেলার এ কে এম মাসুম সাংবাদিকদের বলেন, কারা তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোশাররফ হোসেন। জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর আজ বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়। 

এর আগে গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে কারা হাসপাতাল এবং পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে। পর্যায়ক্রমে তিনি সব মামলা থেকে জামিন পান। সর্বশেষ পল্টন থানার মামলায় জামিন পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।

সাতবার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসন থেকে নির্বাচিত হয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তার ছেলে মাহবুব রহমান রুহেল একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের