
চীনের শেনচেনে ৬-৯ আগস্ট অনুষ্ঠিত চতুর্থ সিনবায়ো চ্যালেঞ্জেস-এ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা ২৬৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় দল ও প্রায় ১,৯০০ তরুণ অংশ নেয়।
প্রতিযোগিতায় সাতটি প্রধান বিভাগ ছিল—সিনথেটিক সেল, ব্যাকটেরিয়াল গ্ল্যাডিয়েটর, প্রোটিন ডিজাইন, বায়োমেডিসিন, কৃষি ও পরিবেশ, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং দায়িত্বশীল উদ্ভাবন।
অংশগ্রহণকারীরা সিনথেটিক বায়োলজি কীভাবে বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনকে এগিয়ে নেয়, তা অন্বেষণ করে নিজেদের গবেষণা ও প্রযুক্তি দক্ষতা প্রদর্শন করেন।ফয়সল
রেডিওটুডে নিউজ/আনাম