বৃহস্পতিবার,

১৪ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

১৪ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের ফোনালাপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩১, ১৩ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:৩৫, ১৩ আগস্ট ২০২৫

Google News
চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের ফোনালাপ

ইউক্রেন সংকট নিয়ে চীনের অবস্থান সব সময়ের মতোই অটল থাকবে এবং পরিস্থিতি যেমনই হোক, শান্তি আলোচনার প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে সি এসব কথা বলেন। 

সি আরও বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ রক্ষা, সম্পর্ক উন্নয়ন এবং ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানকে চীন স্বাগত জানায়।

এদিকে পুতিন ইউক্রেন সংকটের বর্তমান পরিস্থিতি এবং রাশিয়া-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যোগাযোগ সম্পর্কে সি’কে অবহিত করেন। 

তিনি বলেন, সংকটের রাজনৈতিক সমাধানে চীনের গঠনমূলক ভূমিকা রাশিয়া অত্যন্ত প্রশংসা করে। রাশিয়া-চীন কৌশলগত অংশীদারিত্ব যেকোনো পরিস্থিতিতেও অটল থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পুতিন বলেন, রাশিয়া চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে প্রস্তুত।

দুই রাষ্ট্রপ্রধান চীন-রাশিয়ার উচ্চ পর্যায়ের রাজনৈতিক পারস্পরিক আস্থা ও কৌশলগত সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। 

পাশাপাশি তারা আসন্ন শাংহাই সহযোগিতা সংস্থা -এর থিয়েনচিন সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের