
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ১৭ জন চীনা পুলিশ কর্মকর্তা বুধবার দেশ ত্যাগ করছেন। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ১১তম ফর্মড পুলিশ ইউনিট বিশ্বের অন্যতম বিপজ্জনক ও জটিল শান্তিরক্ষা অঞ্চলে মোতায়েন করা হবে।
জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০ বছর এবং চীনা পুলিশের ইউএন মিশনে অংশগ্রহণের ২৫ বছর পূর্তির প্রেক্ষাপটে এই মোতায়েনকে তাৎপর্যপূর্ণ মনে করছে বেইজিং।
চীনা কর্মকর্তারা জানান, দক্ষিণ সুদানের মিশনে পুলিশ সদস্যরা শরণার্থী শিবিরের নিরাপত্তা, টহল, দাঙ্গা নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, জিম্মি উদ্ধার, মানবিক সহায়তা এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করবেন।
চীনা শান্তিরক্ষীরা এখন পর্যন্ত ‘জিরো অভিযোগ, জিরো প্রত্যাবাসন’ নীতির মাধ্যমে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং জাতিসংঘের শান্তিপদকে ভূষিত হয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম