বুধবার,

১৩ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

বুধবার,

১৩ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

Radio Today News

চীনের তোংকুয়ানের রাতের বাজার মাতাচ্ছে বাস্কেটবল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৩, ১১ আগস্ট ২০২৫

Google News
চীনের তোংকুয়ানের রাতের বাজার মাতাচ্ছে বাস্কেটবল

চীনের কুয়াংতোং প্রদেশের তোংকুয়ান শহরে শুরু হয়েছে বিশেষ এক নৈশ বাজার—‘বাস্কেটবল নাইট মার্কেট’। এতে করে রাতের কেনাবেচায় যোগ হয়েছে খেলার উত্তেজনা। শহরের বাস্কেটবল স্টেডিয়ামের পাশের এ বাজারে এতে একসাথে মিলছে খেলাধুলার উন্মাদনা আর দেশজুড়ে ছড়িয়ে থাকা খাবারের স্বাদ।

বাজারটিতে রয়েছে মোট ১২২টি স্টল। একাংশে পাওয়া যায় বাস্কেটবল সম্পর্কিত পণ্যসামগ্রী। অন্য অংশে খাবারদাবারের ছড়াছড়ি।

ব্যবসায়ীরা জানালেন, বাজারটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জমজমাট—বিশেষ করে ম্যাচের রাতগুলোতে ভিড় বেশি হয়।

বারবিকিউ, গ্রিল করা ঝিনুক, কাঠের চুলায় রান্না করা মুরগি ও ঝাল মাংসের নানান স্বাদ এখানে খাদ্যরসিকদের আকৃষ্ট করছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের