সৌদি আরবের উত্তরপূর্বাঞ্চলীয় তাবুক প্রদেশে ব্যাপক বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। তবে দেশটির জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভূমিধসে গর্ত হয়ে যাওয়া সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
সৌদি জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টিপাতের কারণে মাটি আলগা হয়ে যাওয়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। বর্তমানে নতুন করে ভূমিধসের কোনও ঝুঁকি নেই। বিশেষজ্ঞ উদ্ধার ও জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণকে বৈরী আবহাওয়ার সময় সতর্কতা অবলম্বন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

