জাপান গিয়ে ক্যামেরাবন্দী হলেন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

জাপান গিয়ে ক্যামেরাবন্দী হলেন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৮, ৬ ডিসেম্বর ২০২৫

Google News
জাপান গিয়ে ক্যামেরাবন্দী হলেন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি

বেশ কয়েক মাস ধরেই কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জনপ্রিয় পপ গায়িকা কেটি পেরির প্রেম নিয়ে আন্তর্জাতিক মহলে গুঞ্জন চলছিল। গত অক্টোবর মাসে ক্যালিফোর্নিয়ায় তাঁদের চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দী হওয়ার পর সেই গুঞ্জন আরও বাড়ে। এবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বাড়িতে একসঙ্গে ধরা দিয়ে এই তারকা জুটি তাঁদের সম্পর্কে সিলমোহর দিলেন।

ট্রুডো এবং কেটি পেরি দুজনেই তাঁদের সম্পর্ক নিয়ে এতদিন মুখ না খুললেও, বন্ধু কিশিদাই যেন তাঁদের প্রেমের খবরটি প্রকাশ করে দিলেন। জানা গিয়েছে, কিশিদার বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ রক্ষা করতে বুধবারেই টোকিওতে পৌঁছেছেন এই যুগল। ট্রুডোর সঙ্গে টোকিওতে থাকার জন্য কেটি পেরি শেষ মুহূর্তে তাঁর ওয়ার্ল্ড ট্যুরের শিডিউলও পাল্টেছেন।

আড্ডার সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কিশিদা লেখেন, "সঙ্গী কেটি পেরিকে নিয়ে জাপানে এসেছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডো। আমাদের সঙ্গে নৈশভোজও সারেন তাঁরা।" এই পোস্টের পরই গোটা দুনিয়ায় তোলপাড় শুরু হয়।

কিশিদাকে ধন্যবাদ জানিয়ে ট্রুডো লেখেন, "ইউকো (কিশিদার স্ত্রী) আর তোমার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে খুব ভাল লাগল কিশিদা। আমাদের বন্ধুত্ব অটুট রাখার জন্য ধন্যবাদ ফুমিও।" উত্তরে কিশিদাও তাঁদের ভাল করে ছুটি কাটানোর শুভেচ্ছা জানান।

কিশিদার শেয়ার করা ছবিতে দুই প্রাক্তন রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সঙ্গীকে দেখা যায়। এক ফ্রেমে কিশিদা ও তাঁর স্ত্রী ইউকো, আর পাশেই ট্রুডোর পিঠে হাত দিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন কেটি পেরি। ট্রুডো এবং কেটির প্রেমের জল্পনা শুরু হয়েছিল গত জুলাই মাসে, যখন তাঁদের দুজনকে একসঙ্গে নৈশভোজে যেতে দেখা যায়।

১৮ বছরের দাম্পত্যের পর জাস্টিন ট্রুডো বছর দুয়েক আগে তাঁর স্ত্রী সোফিকে ডিভোর্স দেন। তাঁদের তিন সন্তান রয়েছে। অন্যদিকে, কেটি পেরিও দীর্ঘ দিন অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তাঁদের একটি কন্যা রয়েছে। চলতি বছরের জুন মাসেই কেটি-অরল্যান্ডোর বিচ্ছেদ হয়। এরপরই জুলাই মাসে কানাডার মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় তাঁদের ডিনার করতে দেখা গিয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের