বাংলাদেশিদের ভিসা নিয়ে সুখবর দিলো রোমানিয়া

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

বাংলাদেশিদের ভিসা নিয়ে সুখবর দিলো রোমানিয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪১, ৮ ডিসেম্বর ২০২৫

Google News
বাংলাদেশিদের ভিসা নিয়ে সুখবর দিলো রোমানিয়া

বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়া ভিসা প্রক্রিয়ায় নতুন সুবিধা চালু হয়েছে। আগে যেখানে শুধু নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসে শিক্ষা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন জমা দেওয়া যেত, এখন সেই সুযোগ আরো তিনটি দেশে সম্প্রসারিত হয়েছে।

বাংলাদেশি নাগরিকরা এখন নয়াদিল্লিসহ, কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত দেশটির কূটনৈতিক মিশনগুলোতেও ভিসা আবেদন জমা দিতে পারবেন। সোমবার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নাগরিকরা শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন সাধারণত নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসে জমা দিয়ে থাকেন।

সম্প্রতি নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে ঢাকাকে জানিয়েছে, বাংলাদেশি নাগরিকরা শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এখন থেকে নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসের পাশাপাশি মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনে জমা দিতে পারবেন।

বাংলাদেশে রোমানিয়ার একটি হনারারি কনস্যুলেট থাকলেও তারা ভিসা সংক্রান্ত কাজ করে না। তাই ইউরোপের এই দেশটির ভিসা পেতে এতদিন বাংলাদশিদের শুধু ভারতের দিল্লিতে অবস্থিত দূতাবাসে আবেদন করতে হতো। তবে নতুন করে কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককের দূতাবাসে ভিসা আবেদনের সুযোগ তৈরি হওয়ায় বাংলাদেশিদের জন্য কিছুটা হলেও উপকার হবে।

ইনফোমাইগ্র্যান্টসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে শ্রীলঙ্কার পর বাংলাদেশিদের দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ওয়ার্ক ভিসা ইস্যু করেছিল রোমানিয়া।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের