মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সীমান্তের দুই দেশের মানুষের আবেগ ও সম্পর্কের প্রতি সম্মান জানিয়ে ভারতীয় এক নারীর মরদেহ তাঁর বাংলাদেশি স্বজনদের শেষবার দেখার সুযোগ করে দেয় বিজিবি ও বিএসএফ।
শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত পিলার ১৭৯/৩-এস-এর কাছে শূন্য রেখায় এই সুযোগ তৈরি করা হয়। এ সময় সীমান্তে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
বিজিবি জানায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইছত্রবিঘী গ্রামের বাসিন্দা ফনি বেগম (৭৫) বার্ধক্যের কারণে মারা যান। মৃত্যু সংবাদ পেয়ে তাঁর বাংলাদেশে থাকা ভাই আতাউর রহমান বিজিবির কাছে মরদেহ দেখার আবেদন করেন। বিজিবির জরুরি যোগাযোগের পর বিএসএফ সম্মতি জানায়। এরপর শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে প্রায় ২০ মিনিট শূন্য লাইনে উভয় বাহিনীর উপস্থিতিতে মরদেহ দেখার ব্যবস্থা করা হয়।
শেষবার বোনের মুখ দেখে আবেগাপ্লুত আতাউর রহমান জানান, কাঁটাতার ও আইনি জটিলতার কারণে দীর্ঘদিন বোনকে দেখা সম্ভব হয়নি। জীবিত অবস্থায় দেখা করতে না পারলেও শেষবার দেখতে পেরে তিনি স্বস্তি পেয়েছেন।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মানবিক কাজে ভূমিকা রাখাকে আমরা মৌলিক দায়িত্ব হিসেবে দেখি। গত মাসেও আজমতপুর সীমান্তে একই ধরনের মানবিক উদাহরণ সৃষ্টি করেছিল সীমান্তরক্ষী বাহিনী।
রেডিওটুডে নিউজ/আনাম

