ভারতীয় অন্তঃসত্ত্বাকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ভারতীয় অন্তঃসত্ত্বাকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৫, ৫ ডিসেম্বর ২০২৫

Google News
ভারতীয় অন্তঃসত্ত্বাকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

ভারতীয় হাইকমিশনের অনুরোধের প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নিবিড় কূটনৈতিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে, পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি (ইন্টিগ্রেটেড চেক পোস্ট) এ আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী খাতুন ও তার ৮ বছর বয়সী সন্তান মো. সাব্বির শেখকে সুস্থ এবং নিরাপদ অবস্থায় বিএসএফের হাতে হস্তান্তর করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

হস্তান্তর পরবর্তী সংবাদ সম্মেলনে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, বিএসএফের এই অমানবিক পুশইন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। পুশইনের ফলে সীমান্ত এলাকায় মানবিক সংকট সৃষ্টি হচ্ছে, যা দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার পথে একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, বিএসএফের অমানবিক পুশইন আচরণের বিপরীতে, বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরাপদ এবং মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিশেষত অন্তঃসত্ত্বা নারী এবং শিশুর প্রতি সুরক্ষা এবং চিকিৎসাগত ঝুঁকি বিবেচনা করে বিজিবির এই কার্যক্রম একটি ন্যায়, মানবতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

আশা প্রকাশ করে তিনি বলেন, পুশইনসহ এ ধরনের অমানবিক ও আন্তর্জাতিক আইন-বিরোধী কার্যক্রম বিএসএফ বন্ধ করবে এবং ভবিষ্যতে সীমান্তে সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও আইনসম্মত প্রক্রিয়া বজায় রাখবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের