বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়া হচ্ছে। সব ঠিক থাকলে আজ মধ্যরাতে বা শুক্রবার ভোরের মধ্যে খালেদা জিয়াকে বহনকারী কাতার এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ ত্যাগ করবে।
আজ (বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।
এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকতে পারেন সাইয়্যেদা শামেলা রহমান, আবু জাফর মো. জাহেদ হোসেন, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মো সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুউদ্দিন আহমেদ, রিচার্ড জন বেল, জিয়াউল হক, মো. জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, হাসান শিকদার ইকবাল, সাইয়েদ সামিন মাহফুজ, মো. আবুল হাই মল্লিক, মো. মাসুদুর রহমান, ফাতেমা বেগম ও রূপা সিকদার।
রেডিওটুডে নিউজ/আনাম

