ব্রণের দাগ দূর করবে বিটরুটের প্যাক!

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ব্রণের দাগ দূর করবে বিটরুটের প্যাক!

প্রকাশিত: ১৫:৩১, ৪ ডিসেম্বর ২০২৫

Google News
ব্রণের দাগ দূর করবে বিটরুটের প্যাক!

শীতে ত্বকে ব্রণের প্রবণতা বাড়ে। অনেকের মুখে র্যা শ, ফুস্কুরিও দেখা যায়। তাই এ ঋতুতে ত্বকের বেশ যত্ন নিতে হয়। পারলারে গিয়ে দক্ষ হাতে ফেসিয়াল করাতে পারলে ভালো হয়। কিন্তু সবার পক্ষে কিছুদিন পর পর তা করা সম্ভব নয়। এজন্য ঘরোয়া উপাদান দিয়েই যত্ন নিতে পারেন। ভরসা রাখতে পারেন বিটরুটের ফেসপ্যাকে। 

বিটরুটের ফেসপ্যাক কেন ব্যবহার করবেন
বিটরুটে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। পাশাপাশি ব্রণের সমস্যা কমায় এবং রোমকূপের মুখ পরিষ্কার রাখে। বিটরুট দাগছোপও হালকা করে।

ঘরেই তৈরি করুন বিটরুটের ফেসপ্যাক
এক টুকরো বিটরুট ব্লেন্ড করে নিন। এর সঙ্গে এক চামচ চালের গুঁড়া এবং টকদই মিশিয়ে ফেসপ্যাক বানান। এই মিশ্রণটি ১০-২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। ফেসপ্যাক শুকিয়ে গেলে আলতোভাবে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ব্রণ, দাগছোপ, বলিরেখা দূর হবে। পাশাপাশি উজ্জ্বলতা বাড়বে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের