বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় গোপালগঞ্জে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে জেলার কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সভাপতি সোমনাথ দে।
আয়োজকরা জানান, খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনার অংশ হিসেবে আজ এই প্রার্থনার আয়োজন করা হয়েছে। তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করেন।
এসময় গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর, শ্রী রমেন্দ্র নাথ সরকার, শ্রী রামানন্দ বৈসহ মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা. কে এম বাবর খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, বিএনপির চেয়ারপারসন এবং তারেক রহমানের নেতৃত্বে বর্তমান ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামো পুনরুজ্জীবিত হবে। তারা দেশকে স্থিতিশীল ও গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।
প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেওয়া ভক্তরা দেশের শান্তি, স্থিতিশীলতা এবং উভয় নেতার সুস্বাস্থ্য কামনা করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

