পুরুষেরা অর্ধেক বয়সী নারীকে বিয়ে করলে বাহবা পায়: মালাইকা

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫,

২০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

পুরুষেরা অর্ধেক বয়সী নারীকে বিয়ে করলে বাহবা পায়: মালাইকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৫, ৪ ডিসেম্বর ২০২৫

Google News
পুরুষেরা অর্ধেক বয়সী নারীকে বিয়ে করলে বাহবা পায়: মালাইকা

১৯৯৮ সালে সালমান খানের ছোট ভাই আরবাজ খানকে বিয়ে করেন বলিউড তারকা মালাইকা অরোরা। এরপর দীর্ঘদিন ধরে খান পরিবারে ‘বউ’ হিসেবে পরিচিত ছিলেন এই বলিউড ডিভা।

কিন্তু প্রায় দুই দশক একসঙ্গে থাকার পর ২০১৭ সালে মালাইকা ও আরবাজ আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদ নিয়ে দুজনেই চুপ থেকেছেন।

পরে দুজনই নতুন সম্পর্কে জড়ান—আরবাজ শুরু করেন জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে, আর মালাইকা আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের কারণে। অর্জুন তার চেয়ে ১২ বছরের ছোট—এ বিষয়ই মালাইকাকে বারবার সমালোচনার মুখে ফেলেছে। অন্যদিকে আরবাজও জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ৩৫ বছরের মেকআপ আর্টিস্ট সশুরাকে বিয়ে করেন; ৫৮ বছর বয়সে সন্তানের বাবাও হয়েছেন আরবাজ। কিন্তু মালাইকার জীবনে ছোট যে কাজই ঘটে, তা নিয়েই খবরের শিরোনাম তৈরি হয়, মন্তব্যের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

বারখা দত্তর ‘মোজো স্টোরি’র সঙ্গে আলাপচারিতায় মালাইকা বলেন, ‘আপনি যদি দৃঢ় স্বভাবের নারী হন, তাহলে আপনাকে নিয়মিতই প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা এড়ানোর উপায় নেই। আমার জীবনে আসা কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন—তাদের জন্য আমার গভীর শ্রদ্ধা আছে।’

তবে সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে—এ কথাও স্পষ্টভাবে বলেন তিনি। ‘আজ একজন পুরুষ নতুন সম্পর্কে যায়, ডিভোর্স দেয়, নিজের অর্ধেক বয়সী কাউকে বিয়ে করে—তাহলে সবাই বলে, “ওয়াও, কী দারুণ!” কিন্তু একজন নারী একই কাজ করলে প্রশ্নের তির তার দিকেই ছোড়া হয়—“এটা কেন করলে? তার কি বুদ্ধি নেই?” এই স্টেরিওটাইপগুলো এখনো আমাদের সমাজে আছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের