রাতে আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান, সাথে মির্জা ফখরুলও

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

রাতে আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান, সাথে মির্জা ফখরুলও 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:১৪, ৬ ডিসেম্বর ২০২৫

Google News
রাতে আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান, সাথে মির্জা ফখরুলও 

রাজধানীর ধানমন্ডিতে মায়ের সঙ্গে দেখা করে রাতে আবারও এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়ার কাছে গেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এসময় দলের চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে আসেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। শাশুড়ির চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালেই অবস্থান করছিলেন।

এর আগে জুবাইদা রহমান লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর শাশুড়িকে দেখতে সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। 

ডা. জুবাইদা রহমানের আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আড়াই ঘণ্টার বেশি সময় এভারকেয়ারে অবস্থান করে বেলা আড়াইটার দিকে তিনি মায়ের সঙ্গে দেখা করতে ধানমন্ডিতে যান।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিলো। তবে রক্ষণাবেক্ষণের কারণে সেটি আসছে না। বিকল্প হিসেবে জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠাচ্ছে কাতার। 

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঠিক থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাকে নিয়ে আগামী রোববার লন্ডনের উদ্দেশে যাত্রা করবে ওই এয়ার অ্যাম্বুলেন্স।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেছেন, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (শনিবার) ঢাকায় পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশা আল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিলো। সব প্রস্তুতি সম্পন্ন বলেও খবর পাওয়া যায়। কিন্তু শুক্রবার সকালে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, যাত্রার পরিকল্পনায় পরিবর্তন এসেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের