সিলেটের কানাইঘাট থানাধীন গাছবাড়ি এলাকায় গতকাল গভীর রাতে ছাত্রদলের দুই নেতাকর্মীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ছাত্রদল কর্মী তোফায়েল ও তালহা গুরুতর আহত হন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, রাতের অন্ধকারে দেশি–বিদেশি অস্ত্র নিয়ে আফজল, আমিন, মাহফুজ, কিবরিয়া, হবিব ও সাজুসহ কয়েকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
এসময় হামলাকারীরা ১৪ বছর বয়সী কিশোরের ওপরও হামলা চালায় এবং নির্মমভাবে পিটিয়ে তার একটি পা ভেঙে দেয়। ঐ কিশোরের পরিবারের সদস্যরা জানান, ছেলেটি ঘটনাস্থল দিয়ে হঠাৎ যাওয়ার সময় বিনা কারণে তাকে আক্রমণ করা হয়।
জানতে চাইলে, এলাকাবাসীরা অভিযোগ করে বলেন—"এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ৫ আগস্টের পর থেকে গাছবাড়ি ও আশপাশের এলাকায় একাধিকবার এরকম হামলা চালিয়েছে চালিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা সহ এলাকাবাসী অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা প্রশাসনের উদ্দেশে প্রশ্ন তুলেছেন—“আর কত রক্ত ঝরলে কানাইঘাটে শান্তি ফিরবে?”
হামলাকারীদের কয়েকটি ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী এসব ছবি ও তথ্যের ভিত্তিতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন।

