উচ্চমানের কার্বন ফাইবারের বড় আকারের উৎপাদন হচ্ছে চীনে

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২২ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

উচ্চমানের কার্বন ফাইবারের বড় আকারের উৎপাদন হচ্ছে চীনে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৬, ৬ ডিসেম্বর ২০২৫

Google News
উচ্চমানের কার্বন ফাইবারের বড় আকারের উৎপাদন হচ্ছে চীনে

চীনের শানসি প্রদেশের তাথোং শহরে সম্প্রতি চালু হয়েছে টি–১০০০ কার্বন ফাইবার উৎপাদন-লাইন। এর মাধ্যমে চীনে প্রথমবারের মতো উচ্চক্ষমতাসম্পন্ন কার্বন ফাইবারের বড় পরিসরে উৎপাদন শুরু হলো। ‘নতুন উপকরণের সম্রাট’ খ্যাত এই এই কার্বন ফাইবারের বাজার এতদিন বিদেশি প্রযুক্তির দখলে ছিল।

প্রতি বছর ২০০ মেট্রিক টন উৎপাদন সক্ষমতার পরীক্ষামূলক উৎপাদন লাইনটির নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের জুনে। শানসি হুয়ায়াং কার্বন ম্যাটেরিয়াল টেকনোলজি—হুয়ায়াং নিউ ম্যাটেরিয়াল গ্রুপ, তাথোং পৌর সরকার ও চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব কোল কেমিস্ট্রির যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

টি–১০০০ কার্বন ফাইবারের প্রতিটি ফিলামেন্টের ব্যাস মাত্র ৬–৭ মাইক্রোমিটার, যা চুলের এক–দশমাংশ। তবে এর টেনসাইল স্ট্রেংথ ৬,৪০০ এমপিএ-এর বেশি। ওজন ইস্পাতের এক–চতুর্থাংশ হলেও শক্তি পাঁচগুণেরও বেশি। 

১ মিটার ফাইবারের ওজন মাত্র দশমিক ৫ গ্রাম। কিন্তু বহন করতে পারে ২০০ কেজি পর্যন্ত। তাপ ও ক্ষয় প্রতিরোধী এই উপাদান অ্যাসিড–ক্ষার পরিবেশেও স্থিতিশীল থাকে। প্রতিরক্ষা, মহাকাশ, রেলপথ, নিম্ন-আকাশ অর্থনীতি, উইন্ড টারবাইন ব্লেড ও বিভিন্ন ক্রীড়া উপকরণে এর ব্যবহার রয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিকে চীনা অ্যাথলেটদের ব্যবহৃত ববস্লেড ও হেলমেট তৈরি হয়েছিল চীনের উদ্ভাবিত টি–৮০০ কার্বন ফাইবার দিয়ে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের