লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

শুক্রবার,

০৫ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

০৫ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৪, ৫ ডিসেম্বর ২০২৫

Google News
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত সবুজ ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ৮৬৪ ও ৮৬৫ নম্বর মেইন পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ ইসলাম পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাটগ্রাম সীমান্তের ৮৬৮ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব-পিলারের কাছে ব্রিটিশপাড়া রোড এলাকায় উভয় দেশের বিজিবি, বিএসএফ ও পুলিশের উপস্থিতিতে সবুজ ইসলামের লাশ তার বড় ভাই আরিফ হাসানের কাছে হস্তান্তর করা হয়। এসময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এবং ভারতীয় পুলিশের উপস্থিতিতে মরদেহটি আমাদের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আমরা নিহতের বড় ভাইয়ের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের