জাপানের উপকূলের কাছাকাছি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের আবহাওয়া দপ্তর জানায়, সোমবারের এই ভূমিকম্পের প্রাথমিক মাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২। অওমোরি এবং হোকাইডো উপকূলের কাছাকাছি ভূমিকম্পটি আঘাত হানে।
সংস্থাটি জানায়, এর ফলে জাপানের উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) উঁচু সুনামি আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, ৭ দশমিক ০ থেকে ৭ দশমিক ৯ পর্যন্ত মাত্রার ভূমিকম্পকে বড় ধরনের ভূমিকম্প বলেই ধরা হয়। এই ধরনের মাত্রায় সাধারণত ভয়ঙ্কর কম্পন হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

