জাপানে বড় মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

জাপানে বড় মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ৮ ডিসেম্বর ২০২৫

Google News
জাপানে বড় মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের উপকূলের কাছাকাছি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের আবহাওয়া দপ্তর জানায়, সোমবারের এই ভূমিকম্পের প্রাথমিক মাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২। অওমোরি এবং হোকাইডো উপকূলের কাছাকাছি ভূমিকম্পটি আঘাত হানে।

সংস্থাটি জানায়, এর ফলে জাপানের উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) উঁচু সুনামি আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, ৭ দশমিক ০ থেকে ৭ দশমিক ৯ পর্যন্ত মাত্রার ভূমিকম্পকে বড় ধরনের ভূমিকম্প বলেই ধরা হয়। এই ধরনের মাত্রায় সাধারণত ভয়ঙ্কর কম্পন হয়। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের