ছোট উদ্যোক্তাদের আর্থিক সুবিধা বাড়াল চীন

রোববার,

০৭ ডিসেম্বর ২০২৫,

২২ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

০৭ ডিসেম্বর ২০২৫,

২২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ছোট উদ্যোক্তাদের আর্থিক সুবিধা বাড়াল চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৩, ৬ ডিসেম্বর ২০২৫

Google News
ছোট উদ্যোক্তাদের আর্থিক সুবিধা বাড়াল চীন

চীনে ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২১-২৫) সময়ে ছোট ও ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য অন্তর্ভুক্তিমূলক আর্থিক সহায়তা ধারাবাহিকভাবে বাড়ানো হয়েছে। এ সময় এসব প্রতিষ্ঠানের জন্য অন্তর্ভুক্তিমূলক ঋণের বার্ষিক প্রবৃদ্ধি গড়ে ২০ শতাংশের বেশি ছিল।

২০১৩ সালে অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা উন্নয়নের ঘোষণার পর থেকে ধারাবাহিক প্রচেষ্টায় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি সহজ হয়েছে। সরকারি তথ্যানুসারে, চলতি বছরের অক্টোবর শেষে ছোট ও মাইক্রো প্রতিষ্ঠানের জন্য অন্তর্ভুক্তিমূলক ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭৭ ট্রিলিয়ন ইউয়ানে।

চীন এসব ঋণের খরচও কমিয়েছে। চলতি বছরের জুনে এ ধরনের প্রতিষ্ঠানের জন্য নতুন ইস্যুকৃত অন্তর্ভুক্তিমূলক ঋণের সুদের হার দাঁড়ায় ৩ দশমিক ৪৮ শতাংশে—যা ১৩তম পঞ্চবার্ষিক পরিকল্পনার চেয়ে প্রায় ২ শতাংশ কম।

অক্টোবরে প্রকাশিত সিপিসি সেন্ট্রাল কমিটির ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের সুপারিশ অনুযায়ী, পরবর্তী মেয়াদেও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন আরও জোরদার করা হবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের