চীনে গড় আয়ু ২০২৪ সালে ৭৯ বছরে দাঁড়িয়েছে। মঙ্গলবার জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
২০২৪ সালের স্বাস্থ্য পরিসংখ্যান বুলেটিনে জানানো হয়, চীনের মাতৃ ও শিশুস্বাস্থ্যে ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে। মাতৃমৃত্যুর হার কমে দাঁড়িয়েছে প্রতি এক লাখে ১৪ দশমিক ৩ জনে। শিশু মৃত্যুর হার নেমে এসেছে প্রতি এক হাজারে ৪-এ।
চীনের স্বাস্থ্যসেবা অবকাঠামোও স্থিতিশীলভাবে বেড়েছে। ২০২৪ সালের শেষে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৯৩ হাজার ৫৫১-এ, যা আগের বছরের তুলনায় ২২ হাজার ৭৬৬ বেশি। একই সময়ে চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩০ লাখ ২০ হাজার, যা ২০২৩ সালের তুলনায় ৫ লাখ ৩১ হাজার বেশি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে চীনের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোয় মোট এক হাজার ১৫ কোটি বার রোগী দেখা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৬০ কোটি বেশি।
রেডিওটুডে নিউজ/আনাম

