চীনে গড় আয়ু ৭৯ বছরে পৌঁছেছে

শুক্রবার,

০৫ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

০৫ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

চীনে গড় আয়ু ৭৯ বছরে পৌঁছেছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১০, ৫ ডিসেম্বর ২০২৫

Google News
চীনে গড় আয়ু ৭৯ বছরে পৌঁছেছে

চীনে গড় আয়ু ২০২৪ সালে ৭৯ বছরে দাঁড়িয়েছে। মঙ্গলবার জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

২০২৪ সালের স্বাস্থ্য পরিসংখ্যান বুলেটিনে জানানো হয়, চীনের মাতৃ ও শিশুস্বাস্থ্যে ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে। মাতৃমৃত্যুর হার কমে দাঁড়িয়েছে প্রতি এক লাখে ১৪ দশমিক ৩ জনে। শিশু মৃত্যুর হার নেমে এসেছে প্রতি এক হাজারে ৪-এ।

চীনের স্বাস্থ্যসেবা অবকাঠামোও স্থিতিশীলভাবে বেড়েছে। ২০২৪ সালের শেষে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৯৩ হাজার ৫৫১-এ, যা আগের বছরের তুলনায় ২২ হাজার ৭৬৬ বেশি। একই সময়ে চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩০ লাখ ২০ হাজার, যা ২০২৩ সালের তুলনায় ৫ লাখ ৩১ হাজার বেশি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে চীনের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোয় মোট এক হাজার ১৫ কোটি বার রোগী দেখা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৬০ কোটি বেশি। 
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের