মঙ্গলবার,

১২ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

মঙ্গলবার,

১২ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

Radio Today News

বন্ধ হয়ে গেল ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪১, ১১ আগস্ট ২০২৫

Google News
বন্ধ হয়ে গেল ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অবস্থিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) জানিয়েছে, ১ হাজার মেগাওয়াট ক্ষমতার ইউনিট-১ গত ৩ আগস্ট থেকে বন্ধ রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনার দায়িত্বে থাকা তামিলনাড়ু ডিস্ট্রিবিউশন অ্যান্ড জেনারেশন কোম্পানির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং এটি প্রায় ৬৫ দিন স্থগিত থাকবে।

এদিকে, কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড লিমিটেড (কেসইবিএল) সতর্ক করে জানিয়েছে, ইউনিটটি বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে স্বল্পমেয়াদে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যগুলোকে।

প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ বিনিময় প্ল্যাটফর্মে সরবরাহ কমে যাওয়ায় পিক-আওয়ারে কেসইবিএলকে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ কিনতে হচ্ছে, যেখানে প্রতি ইউনিটের দাম সর্বোচ্চ ৯.১৮ রুপি (প্রায় ১০ সেন্ট)।

চলতি মাসে কেরালায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে কেসইবিএল। তবে তামিলনাড়ুর এক কর্মকর্তা জানিয়েছেন, কুদানকুলামের ইউনিট-২ স্বাভাবিকভাবে চালু রয়েছে।

উল্লেখ্য, ভারত ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৯ গিগাওয়াট থেকে বাড়িয়ে ১০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের