বুধবার,

১৩ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

বুধবার,

১৩ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

Radio Today News

চীনের তৈরি অ্যাডোরা ফ্লোরাল সিটির প্রধান জেনারেটর চালু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৪, ১২ আগস্ট ২০২৫

Google News
চীনের তৈরি অ্যাডোরা ফ্লোরাল সিটির প্রধান জেনারেটর চালু

চীনের নির্মিত দ্বিতীয় বৃহত্তম ক্রুজ জাহাজ ‘আডোরা ফ্লোরাল সিটি’-তে প্রথম প্রধান জেনারেটর সফলভাবে চালু হয়েছে। মঙ্গলবার এই কার্যক্রম সম্পন্ন হওয়ায় জাহাজ নির্মাণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলো চীন। সম্প্রতি এ খবর জানিয়েছে চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশন—সিএসএসসি।

প্রধান জেনারেটরের মাধ্যমে পুরো জাহাজের বিদ্যুৎ সরবরাহ ও প্রপালশন সিস্টেম সচল থাকে।

এই জাহাজে রয়েছে ৫টি উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর, যেগুলো পাঁচটি ভিন্ন ইঞ্জিন রুমে স্থাপন করা হয়েছে। প্রতিটির ক্ষমতা ১৬.৮ মেগাওয়াট, যা একটি ১ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন কার্গো জাহাজের মূল ইঞ্জিনের সমান।

‘অ্যাডোরা ফ্লোরাল সিটি’ হচ্ছে চীনের দ্বিতীয় বৃহত্তম ক্রুজ জাহাজ। প্রথম সফল ‘অ্যাডোরা ম্যাজিক সিটি’র পর এটি নির্মিত হচ্ছে। ২০২৪ সালের জানুয়ারিতে বাণিজ্যিকভাবে চালু হয় আডোরা ম্যাজিক সিটি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের