
চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত সিএমজি ওয়ার্ল্ড রোবট স্কিলস কম্পিটিশন শুরু হয়েছে ৪ আগস্ট। চলবে ১০ আগস্ট পর্যন্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এমবডিড ইন্টেলিজেন্স-এর দ্রুত অগ্রগতির প্রেক্ষাপটে আয়োজিত প্রতিযোগিতাটি বাস্তব জীবনে রোবট প্রযুক্তির ব্যবহার ও ক্ষেত্র সম্প্রসারণকে কেন্দ্র করে আয়োজিত। এর লক্ষ্য উৎপাদনশীল শক্তিতে বুদ্ধিমান প্রযুক্তির রূপান্তরকে ত্বরান্বিত করা।
আন্তর্জাতিক প্রতিযোগিতাটিতে জননিরাপত্তা, জরুরি সাড়া, শিল্প উৎপাদন ও জীবনঘনিষ্ঠ সেবা খাতে রোবটের ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিযোগিতায় হিউম্যানয়েড, চারপেয়ে, বিশেষায়িত ও বায়োনিক রোবটের অগ্রগতি তুলে ধরা হচ্ছে।
৫ আগস্ট থেকে সিসিটিভি-১০ চ্যানেলে প্রতিদিন প্রতিযোগিতার মূল পর্বগুলো সম্প্রচারিত হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম