
ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। নবনির্বাচিত ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের নেতৃবৃন্দকে নিয়ে বুধবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে তিনি এ হুঁশিয়ারি দেন।
স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, গণতন্ত্রের জন্য মাঠে থাকুন। জনগণই সিদ্ধান্ত নেবে কাদের দায়িত্ব দিবেন তারা।
জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টাজনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
নেতাকর্মীদের তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকুন। তাতে জুলাইয় আন্দোলনে শহীদেরা শান্তি পাবেন।
একটি পক্ষ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে করছে বলেও অভিযোগ করেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম