
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশে অবিরাম ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে শুক্রবার বিকেল পর্যন্ত অন্তত ১০ জন নিহত এবং ৩৩ জন নিখোঁজ হয়েছেন। এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার ত্রাণ ও উদ্ধারকাজে সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার অভিযান, পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।
সি জানিয়েছেন, নিখোঁজদের খুঁজে বের করা, বিপদাপন্নদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, প্রাণহানি কমানো এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারই এখন প্রধান কাজ।
সি সতর্ক করে বলেন, সাম্প্রতিক সময়ে ঘন ঘন চরম আবহাওয়ার কারণে স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে ঝুঁকি পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা জোরদার করতে হবে, লুকায়িত বিপদ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এবং বন্যা ও দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংও নিখোঁজ ও আটকেপড়া মানুষদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন। তিনি বন্যা মৌসুমে সতর্কতা এবং দুর্যোগ প্রতিরোধ জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম