বুধবার,

১৩ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

বুধবার,

১৩ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

Radio Today News

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের সদস্যরা, বৈঠকে যেসব আলোচনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৪, ১২ আগস্ট ২০২৫

আপডেট: ২২:২৭, ১২ আগস্ট ২০২৫

Google News
মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের সদস্যরা, বৈঠকে যেসব আলোচনা

ট্রেসি অ্যান জ্যাকবসন, ড. আলী রীয়াজ ও মনির হায়দার (বাঁ থেকে)

ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১২ আগস্ট) গুলশান-২–এ মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৩টার কিছু পর শুরু হওয়া এই বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান।

বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশনের সদস্য মনির হায়দারসহ আরও কয়েকজন সদস্য। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া এবং জাতীয় ঐক্য গঠনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয় বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের